ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

যুক্তরাজ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র কমিটি গঠন: সভাপতি হুসেইন,সম্পাদক সুমন

#

তাহমীদ ইশাদ রিপন

১৮ জানুয়ারি, ২০২৩,  3:47 PM

news image

বড়লেখা প্রতিনিধিঃ যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দাদের নিয়ে আর্ত মানবতার সেবায় পরিচালিত বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং ১১৯১৫৯৩) এর

কমিটির গঠন করা হয়েছে। 


বীর মুক্তিযোদ্ধা হুসেইন আহমদকে সভাপতি, সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক ও সলিসিটর আবুল কালাম রুকনকে কোষাধ্যক্ষ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি প্রকাশ করা হয়েছে। 


কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুল হক স্বপন, আবু রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ জাকারিয়া খান।  

এ উপলক্ষে (১৫ জানুয়ারি) রোববার ইষ্ট লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সভাপতি সোহেল রহমান। আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমনের মা'সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পরিবার-পরিজনের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় ও নিহত সকলের রুহের মাগফেরাত কামনাসহ সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ লিয়াকত আলী।


আয়োজিত দ্বি-বার্ষিক সভায় সোহেল রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু রহমান বিগত বছরের সংগঠনের সাফল্য এবং সম্পাদিত কার্যক্রম তুলে ধরেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটির নাম প্রকাশ করা হয় এবং আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করার জন্য নব-গঠিত কমিটির সভাপতি-সম্পাদক'কে দায়িত্ব প্রদান করা হয়, একই সাথে জালাল আহমদকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পীরজাদা হোসেন আহমেদ, জালাল উদ্দিন আহমেদ, আহমেদ জুবায়ের লিটন, শফিকুল হক স্বপন, আসাদ উদ্দিন, নাইম শাহিদ আসুক, হাফিজ লিয়াকত, সোহেল রহমান, কায়সারুল ইসলাম সুমন, পারুল আহমেদ, ব্যারিষ্টার সালাহ উদ্দিন সুমন, সলিসিটর আবুল কালাম রুকন, ব্যারিষ্টার রাফিকুল ইসলাম রাফি, আব্দুল আহাদ, ফয়সল উদ্দিন আহমেদ, আব্দুল হাসিব, আবু রহমানসহ প্রমুখ। 


উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় পরিচালিত এ শ্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠাকাল থেকে বড়লেখা উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন দুর্যোগকালে খাদ্য-সামগ্রী, ইফতার সামগ্রী, হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরন সহ এগারোটি পাকা গৃহ নির্মান করে দিয়েছে। এছাড়াও মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদান, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদান, টিউবওয়েল স্থাপন, অসংখ্য হতদরিদ্র পরিবারের গৃহনির্মানে নির্মান সামগ্রী দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময়ে ভাসমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবাও চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ