যুক্তরাষ্ট্রের মিশিগানে জুড়ী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন
হৃদয় মাহমুদ রানা
৩১ অক্টোবর, ২০২২, 8:16 PM
হৃদয় মাহমুদ রানা
৩১ অক্টোবর, ২০২২, 8:16 PM
যুক্তরাষ্ট্রের মিশিগানে জুড়ী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন
যুক্তরাষ্ট্রের মিশিগানে জুড়ী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় জুড়ী সমাজ কল্যানসংস্থা মিশিগান কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটি গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা কাবাব হাউজে অনুষ্ঠিত হয়।
ছায়াদুর রহমান খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউসুফ খান দুলালের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল ইসলাম , সৈয়দ জামান, জালাল চৌধুরী, সমছ উদ্দিন আহমদ তুতা, সেলিম আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেহেরাব উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ খান।
সভার দ্বিতীয় পর্বে কমিটি গঠনের প্রক্রিয়ায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংস্থার দুই বৎসরের জন্য উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টাগন হলেন- মৌলানা আব্দুল মতিন খান , ছায়াদুর রহমান খান, নজমুল ইসলাম, সৈয়দ জামান,খালিদ হোসেন, সমছ উদ্দিন আহমদ তুতা, সেলিম আহমদ, ফয়জুর রহমান, জালাল চৌধুরী, মৌলানা সিরাজুল ইসলাম খান এবং বীরেন্দ্র দত্ত।
পরিচালনা কমিটির (২০২৩-২০২৪) সভাপতি নির্বাচিত হন মো:মাহতাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো:শরীফ উদ্দিন (শামিম), সহ:সভাপতি-নিজাম আশরাফ কুটুল, সাধারণ সম্পাদক -মো: ইউসুফ খান দুলাল, সহ:সাধারন সম্পাদক -মো: লুৎফুর রহমান, সহ:সাধারন সম্পাদক -মো: সামছুল খান, সাংগঠনিক সম্পাদক -কামরুল হোসেন পলাশ, সহ: সা:সম্পাদক-মারুফ খান, কোষাধ্যক্ষ -মো: জিয়া উদ্দিন, সহ:কোষাধ্যক্ষ -সামসুল ইসলাম, প্রচার সম্পাদক -দেলোয়ার হোসেন, সহ:প্র:সম্পাদক-রুবেল খান, ধর্ম ও স: কল্যাণ -আজমল হুসেন, সহ:ধর্ম ও স: কল্যান-সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক -ফখরুল খান, সহ:ক্রীড়া সম্পাদক -তাহের উদ্দিন, শিক্ষা বি: সম্পাদক-গিয়াস উদ্দিন , সহ:শিক্ষা সম্পাদক -ফাহিমুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক -শাহিন খান, সহ: আন্ত:সম্পাদক-সাব্বির আহমদ। সন্মানিত সদস্যবৃন্দ হলেন-মো:বোরহান খান, ফজলুল হক, হামি আলমাছ, রফি আহমদ (কাজল), বদরুল ইসলাম ও আবু সুফিয়ান খান।