যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৭০
১২ ডিসেম্বর, ২০২১, 10:10 AM
NL24 News
১২ ডিসেম্বর, ২০২১, 10:10 AM
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৭০
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। শনিবার ২শ’ মাইলেরও বেশি বিস্তৃত টর্নেডোর গতিপথে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংস করে যায়। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, শুক্রবার রাতে অন্তত চারটি টর্নেডো কেন্টাকির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়, এতে এক ডজনেরও বেশি কাউন্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক টর্নেডোটি রাজ্যটির ভেতর দিয়ে ৩শ’ ৬৫ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মৃতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে। জরুরি উদ্ধারকাজে সহায়তা করার জন্য ১৮৯ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় কেন্টাকিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।