যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাক ও ভ্যানের ভয়াবহ সংঘর্ষ
১৮ মার্চ, ২০২২, 11:38 AM
NL24 News
১৮ মার্চ, ২০২২, 11:38 AM
যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাক ও ভ্যানের ভয়াবহ সংঘর্ষ
অনলাইন ডেস্ক : গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও ভ্যানের ভয়াবহ সংঘর্ষ হয়ে ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
এরই মধ্যে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ১২ সদস্যের তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
জানা গেছে, নিউ মেক্সিকোর একটি ইউনিভার্সিটির গলফ দলের সদস্যরা টুর্নামেন্ট শেষ করে একটি ভ্যানে ঘরে ফিরছিলেন। হঠাৎই টেক্সাসের এন্ড্রুস কাউন্টিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।
পরে এই দুর্ঘটনায় মোট প্রাণ হারিয়েছে ৯ জন। এর মধ্যে ১৩ বছরের এক শিশু ও তার বাবা রয়েছে। এছাড়া গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে হেলিকপ্টার যোগে লুববকের হাসপাতালে পাঠানো হয়।