রাজনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোস্তফা বকস
০৯ নভেম্বর, ২০২২, 7:54 PM
মোস্তফা বকস
০৯ নভেম্বর, ২০২২, 7:54 PM
রাজনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার রাজনগরে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে৷
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পাল, সহকারি কমিশনার (এসিল্যান্ড) সানজিদা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদ প্রমুখ। এসময় তিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিকাল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণের মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্টিত হয় এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।