রাজনগরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন
মোস্তফা বকস
২২ অক্টোবর, ২০২২, 9:54 PM
মোস্তফা বকস
২২ অক্টোবর, ২০২২, 9:54 PM
রাজনগরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন
রাজনগর প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে রাজনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় রাজনগর উপজেলা অডিটোরিয়াম এর সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি রাজনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা অডিটোরিয়াম এর সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান , রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোস্তফা বকস্, যুবলীগ নেতা লেবু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, প্রমূখ।
সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যতে সড়ক , দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার পাশাপাশি কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করার উপর আলোচনা করা হয়।