ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

রাজনগর উপজেলা বিএনপির বিশাল জনসভা

#

মোস্তফা বকস

২৬ অক্টোবর, ২০২৪,  9:30 PM

news image

মোস্তফ বকস্ ।।  মৌলভীবাজারের রাজনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা স্বৈরশাসনের পর আ’লীগ নেতা-কর্মীরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আবার সুন্দরবনেও তাদের পাওয়া যায়। তাদের ১৫ বছরের দুঃশাসন থেকে মানুষ আজ মুক্ত হয়েছে। শনিবার জেলার রাজনগর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।


 তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্যেশ্যে বলেন, রাজনগর ও মৌলভীবাজারের কোন নেতা-কর্মী যেন লুটপাটে জড়িয়ে না পড়েন। এতে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।


দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জেলা বিএনপির সভাপতি বলেন, দেশে এখন তো শুধু বিএনপি আছে। আর তো কোন দল দেখি না। এখন ভোট দিলে বিএনপি বিজয় লাভ করবে। নির্বাচনে দেরি হলে হয়তো ভোট কম পাবে, কারণ এ দেশের মানুষ অতীত সহজে ভুলে যায়। নাসের রহমান বলেন, সরকার ভোট দিলে বিএনপি কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? কোন দলতো দেখিনা। তবে সময় সাপেক্ষে হয়তো প্রতিদ্বন্দ্বি দল তৈরি হবে। আ’লীগ তো আগামী দুই বছরের মধ্যে নির্বাচনে আসতে পারবেনা। তৃতীয় বছর আসবে কিনা সন্দেহ আছে। জেলা বিএনপির দুই গ্রুপের কোন্দলের দিকে ইঙ্গিত করে নাসের রহমান বলেন, আমরা আশা রাখবো তারা ফিরে আসবেন।


রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি হেলু মিয়া, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি জামি আহমদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমূখ। শনিবার দুপুর থেকে হাজারো নেতা-কর্মী রাজনগর সরকারি কলেজের মাঠে সমাবেশস্থলে জড়ো হন। এসময় মিছিলসহকারে কর্মীরা মাঠে এসে মিলিত হন। শুরুতেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ