রাজনগর পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আাসামীসহ গ্রেফতার - ৪
মোস্তফা বকস
০৮ এপ্রিল, ২০২৩, 10:08 PM
মোস্তফা বকস
০৮ এপ্রিল, ২০২৩, 10:08 PM
রাজনগর পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আাসামীসহ গ্রেফতার - ৪
মোস্তফা বকস্ , রাজনগর ।। মৌলভীবাজারের রাজনগরে রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ চার জন গ্রেফতার।
জানা যায় রাজনগর উপজেলার ০৪নং পাচঁগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের মোঃ দুলাল মিয়া(৩৪), পিতা- মৃত মিজান মিয়া, গ্রাম- ভূমিউড়া, এর ধানী জমিতে একই গ্রামের আহাদ মিয়া(৩৬), পিতা-মৃত নেছার আলী, এর গৃহ পালিত হাঁস প্রবেশ করে ফসল নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত ০৫ এপ্রিল (বুধবার) ) রাত আনুমানিক ০৭.৪৫ ঘটিকার সময় আহাদ মিয়াসহ তাহার আত্মীয় আল আমিন, আফসানা বেগম, আকদ্দছ মিয়া, নেপুর মিয়া, আশ্বদ আলীরা, ভুক্তভোগী দুলাল মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে গালমন্দ করতে থাকে এবং তার বসত বাড়ী ভাংচুর করে ক্ষতিসাধন করতে থাকে। এক পর্যায়ে দুলাল মিয়ার বয়োবৃদ্ধ মা আকলিবুন বেগম বসত ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে আসামীগণ আকলিবুন বেগমকে কিলঘুষি মারতে থাকে একপর্যায়ে আকলিবুন বেগম মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে দুলাল মিয়া তাঁর মাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট (সদর) হাসপাতাল, নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় দুলাল মিয়া রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় নিয়মিত মামলা রুজু পূর্বক মামলার তদন্তকারী অফিসার হিসেবে এসআই, সুলেমান আহমদকে নিয়োগ করেন। এসআই, সুলেমান আহমদ মামলার তদন্তভার গ্রহন করে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই, সুলেমান আহমদ, এসআই, মোঃ সওকত মাসুদ ভুইয়া, এসআই, উবায়েদ আহমদ, এসআই, মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ০৭ এপ্রিল অভিযান পরিচালনা করে দুপুর ০১.৪৫ ঘটিকার সময় অভিযুক্ত আল আমিনকে থানা এলাকা হতে এবং তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ০৫.৪৫ ঘটিকার অভিযোক্তা আফসানা বেগমকে ভূমিউড়া হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এছাড়াও সিআর- ৪২৭/২১(সদর) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আল আমিন, পিতা- মোঃ বাতির উল্ল্যা, গ্রাম- সৈয়দনগর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেন। এবং এসআ, সুলতানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০৭ এপ্রিল সকাল ১০.৩০ ঘটিকার সময় থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর -৬৭/২৩(রাজ) এর পরোয়ানাভুক্ত আসামী রুবেল মিয়া, পিতা- মৃত গিয়াস মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন রাজনগর থানাকে অপরাধ মুক্ত করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাঁরা সর্বদা কাজ করে যাচ্ছেন।