রাজ্যসভায় হুঙ্কার জয়া বচ্চনের
২১ ডিসেম্বর, ২০২১, 6:33 PM
NL24 News
২১ ডিসেম্বর, ২০২১, 6:33 PM
রাজ্যসভায় হুঙ্কার জয়া বচ্চনের
ভারতের রাজ্যসভায় এনডিপিএস (সংশোধন) বিল নিয়ে তুমুল বিতর্কের মাঝে সমাজবাদি পার্টির এমপি জয়া বচ্চন বিজেপি সরকারের বিরুদ্ধে এমন তীর্যক বক্তব্য দেন। রাজ্যসভায় জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রায়কে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটের জিজ্ঞাসাবাদ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এধরনের হট্টগোল শুরু হয়।
পানামা পেপার কেলেঙ্কারীতে ঐশ্বরিয়া রায়কে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট। কিন্তু এ নিয়ে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করেন এমপিরা। রাজ্যসভায় নারকোটিক্স ড্রাগস এন্ড ফিসকোট্রোপিক সাবস্টেন্স বিলটি কণ্ঠভোটে পাশ হয়।
জয়া রাজ্যসভায় আরো বলেন করণিক ত্রুটি নিয়ে ৩/৪ ঘন্টা আলোচনা হয় অথচ এমপিরা এ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তা আমলে নেওয়া হচ্ছে না, কি ভয়ানক।