ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

শ্রীমঙ্গলে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

#

রাজেশ ভৌমিক

০২ জুলাই, ২০২২,  11:11 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।


আজ (১জুলাই)শুক্রবার দুপুর ৩টায় শহরের হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় রথযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।


এসময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম অর রশিদ তালুকদার প্রমুখ।

পরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শ্রীমঙ্গল মন্দির থেকে ও শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে বের হওয়া দুটি পৃথক রথ একত্রে শহরের হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক ও কলেজ সড়ক প্রদক্ষিণ করে। হাজারো মানুষের আগমনে রথযাত্রা বড় উৎসবে রুপ নেয়।

এদিকে রথ যাত্রা উপলক্ষে বিভিন্ন দেশীয় সরঞ্জাম খেলনা মাটির জিনিস পত্র নিয়ে হবিগঞ্জ সড়কের দুই পাশে মেলা বসে। 



আটদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ইসকনের সবুজবাগ আশ্রমে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশে-বিদেশ থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন।


হিন্দু শাস্ত্রমতে, ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন। জগন্নাথ দেব আপন আলয় হতে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করে আসছেন। সাত দিন পর শ্রী শ্রী জগন্নাথ দেব আপন আলয়ে ফিরবেন। আগামী ০৮জুলাই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ