ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহখাকী মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুলাউড়ায়-ট্রাকের ধাক্কায় মসজিদের মোয়াজ্জিন নিহত ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নেই' শ্রীমঙ্গলে বিএনপি'র ঈদ পুনর্মিলনীতে ফজলুল করিম ময়ুন জুড়ীতে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা পর্তুগালে লিসবন শিল্পী গুষ্টির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে গাছে ঝুলছিলো যুবকের ঝুলন্ত লাশ তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৫,  1:53 PM

news image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলস্থ মহসিন অডিটোরিয়ামে ২রা এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা ২০২৫”। বৃহত্তর সিলেটের অন্যতম এবং চা-বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ (উৎস)-এর উদ্যোগে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চা-বাগানের ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা (ক্রেস্ট) ও উপহার প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস-এর ২০২৩-২৪ কার্যকরী পরিষদের সভাপতি মুক্তা দোষাদ এবং প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাকর কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, রাজনগর সরকারি কলেজের প্রভাষক সন্জিত যাদব, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর সভাপতি অশোক রঞ্জন পাল এবং এইচ ডব্লিউ এ ওয়েল টেক্সটাইলস (বিডি)-এর বুনন বিভাগের প্রধান রূপু পাশী।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা-জনগোষ্ঠী কেন্দ্রিক প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা “উৎকর্ষ”-এর মোড়ক উন্মোচন। বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. সুধাকর কৈরী। সদ্য সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতীকী উপহার হিসেবে “উৎকর্ষ”-এর একটি করে কপি প্রদান করা হয়।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উপদেষ্টা পরিষদ আগামী এক বছরের জন্য নতুন আংশিক কার্যকরী পরিষদের ঘোষণা দেয়। নতুন কার্যকরী পরিষদকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।


উক্ত বার্ষিক সাধারণ সভায় সজীব কুমার যাদব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কে সভাপতি ও শুভ কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়) কে দ্বিতীয়বারের মতো সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ (উৎস)-এর নতুন কার্যকরী পরিষদ (২০২৫-২৬):


সভাপতি: সজীব কুমার যাদব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

সিনিয়র সহ-সভাপতি: বৃষ্টি অধিকারী(এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন)

সহ-সভাপতি: সৌরভ যাদব (শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগন্জ) ; ইতি যাদব (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) 

সাধারণ সম্পাদক: শুভ কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়)

যুগ্ম-সাধারণ সম্পাদক: জয় কৈরী( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

সাংগঠনিক সম্পাদক: অপূর্ব ভর(শ্রীমঙ্গল সরকারি কলেজ)

কোষাধ্যক্ষ: অমিত শেখর ভরদ্বাজ(জগন্নাথ বিশ্ববিদ্যালয়) 

দপ্তর সম্পাদক: বন্যা উরাং(এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) 

প্রচার সম্পাদক: প্রদীপ পাশী(শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ