শ্রীমঙ্গলে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম
০২ নভেম্বর, ২০২৪, 4:24 PM
মনিরুল ইসলাম
০২ নভেম্বর, ২০২৪, 4:24 PM
শ্রীমঙ্গলে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম ।। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা নভেম্বর) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) শাহীনুর শাহীন খানের সঞ্চালনায় ও সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম।
কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, উপজেলা পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও অভিবাবকগণ অংশ নেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক যুগান্তর বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, কুলাউড়া প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কমলগঞ্জ প্রতিনিধি এমএ ওয়াহিদ রুলু, মাই টিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক বাংলা মৌলভীবাজার প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ঝাঁটিয়ে দুর্নীতি বিদায় করতে আমরা কাজ করছি। এসময় তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি শতাভাগ করার পাশাপাশি শিক্ষকদের যথাসময়ে অবশ্যই উপস্থিতি থাকতে হবে। কোনো শিক্ষক স্কুল ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।