সংবাদ শিরোনাম
সাংবাদিক হৃদয় শাহ্-আলম এর মা জননী আর নেই
নিজস্ব প্রতিনিধি
১১ ডিসেম্বর, ২০২২, 4:31 PM
নিজস্ব প্রতিনিধি
১১ ডিসেম্বর, ২০২২, 4:31 PM
সাংবাদিক হৃদয় শাহ্-আলম এর মা জননী আর নেই
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম এর মা জননী ইয়াসমিন আক্তার বিউটি (৪৫) আর নেই।
শুক্রবার (০৯ই ডিসেম্বর) ২২ দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামে পিতৃনিবাসে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে অসুস্থ ছিলেন।তিনি ০২ ছেলে ০১ কন্যা সন্তানের জননী ছিলেন।
পরে ০৯ ডিসেম্বর বাদ মাগরিক মরহুমার পিতৃনিবাস ধর্মঘর ইউপির দেবপুর গ্রামে জানাজা নামাজ ও পিতৃনিবাসের পারিবারিক খরব স্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে
সম্পর্কিত