হৃদরোগে সাংবাদিক আমির হোসেনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
১৩ আগস্ট, ২০২২, 11:07 PM
নিজস্ব প্রতিনিধি
১৩ আগস্ট, ২০২২, 11:07 PM
হৃদরোগে সাংবাদিক আমির হোসেনের মৃত্যু
শফিকুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অন্যতম একজন সাংবাদিক, দৈনিক ইত্তেফাক পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি, ও সিএসডিকের সহকারী পরিচালক মোঃ আমির হোসেন আর নেই।
পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শনিবার ১৩ আগস্ট সকালের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
আমির হোসেন রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
হৃদরোগ আক্রান্তে কয়েক দিন থেকে শারীরিক গুরুত্ব অসুস্থ হয়ে পরেন তিনি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন বছর বয়সী এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আমির হোসেনের মৃত্যুতে তার দীর্ঘ দিনের সহকর্মীরা গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।