ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

১৪ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু আল হামীম

#

আদনান চৌধুরী

২০ নভেম্বর, ২০২৪,  10:01 PM

news image

সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে ৩ বছর সময় লাগে। তবে ১০ বছরের আল-হামীম জুবায়ের মাত্র ১৪ মাসে পুরো কোরআন মুখস্ত করে ফেলেছেন। যা রীতি মতো অভাগ করেছে শিক্ষক ও অভিবাকদের।



জানা গেছে, আল-হামীম ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর শুরু করেন কোরআন মুখস্থ করা। এরপর মাত্র ১৪ মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেন তিনি।


আল-হামীম জুবায়ের শিক্ষকরা জানান আল-হামীম প্রথমে ২-৩ পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করেন। এরপর কখনো ৫ পৃষ্ঠা আবার কখনো ১০ পৃষ্টা করে সবক দিতেন। শিক্ষকরা আরও জানান সবাই যখন বিকালে খেলাধুলা করতেন তখন রুমে বসেই পড়তেন আল- হামীম। যেদিন হাফেজ হন সেদিন যথারীতি পড়তে দেখেন তিনি। 


বিস্ময়কর ও প্রখর মেধাবী এই আল-হামীম জুবায়ের মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে দ্বহপাড়া অবস্থিত হাজী আছদ্দর আলী লায়লা বেগম হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিনমজুর জুয়েল আহমেদের ছেলে। 


হাফেজ আল-হামীম জুবায়ের বলেন, ১৪ মাসে পুরো কোরআন মুখস্ত করতে পেরে নিজেও খুশি । বড় হয়ে অনেক বড় আলেম হতে চান।


আল-হামীম জুবায়ের বাবা জুয়েল আহমেদ জানান, আমি দিনমজুর হিসেবে কাজ করি, আমার ছেলে আল- হামীম জুবায়ের এর দাদির অনেক আসা ছিল হাফেজ হওয়ার সে পূরণ করেছে। তাই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছেলের শিক্ষকদের প্রতিও। 


মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আব্দুল কাদির নান্দাইলী বলেন, আল্লাহপাক ত কবুল করছেন বলেই মাত্র ১৪ মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে আল- হামীম জুবায়ের । এত অল্প সময় কোরআন মুখস্ত করার বিষয়টি সাধারণ কোনো বিষয় নয়। এটি মাদ্রাসার জন্য গর্বের।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ