৬ বছরে সৌদি আরবে নারী ও শিশুসহ ৮৮৬ জনের মৃত্যুদণ্ড
১৩ ডিসেম্বর, ২০২১, 9:17 PM
NL24 News
১৩ ডিসেম্বর, ২০২১, 9:17 PM
৬ বছরে সৌদি আরবে নারী ও শিশুসহ ৮৮৬ জনের মৃত্যুদণ্ড
সৌদি আরবে বিরোধ দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে করে আসছে। দেশটিতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ছয় বছরে অন্তত ৮৮৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যাদের অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক। পারসটুডে
আরবি ভাষার নিউজ ওয়েবসাইট মিরাত আল-জাজিরা বলছে শুধু ২০১৯ সালেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ১৮৪ জনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২টি শিশু ও ২০ জন নারী রয়েছেন। এছাড়া, ৪১ জন বিদেশি নাগরিককেও মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি মানবাধিকার বিষয়ে গত ১০ ডিসেম্বর প্যারিস থেকে ‘ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’ ভার্চুয়াল সম্মেলে বলা হয়- ভিন্ন মতাবলম্বী লোকজন ও বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর দমন-পীড়ন বেড়েছে।