ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাহখাকী মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুলাউড়ায়-ট্রাকের ধাক্কায় মসজিদের মোয়াজ্জিন নিহত ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নেই' শ্রীমঙ্গলে বিএনপি'র ঈদ পুনর্মিলনীতে ফজলুল করিম ময়ুন জুড়ীতে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা পর্তুগালে লিসবন শিল্পী গুষ্টির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে গাছে ঝুলছিলো যুবকের ঝুলন্ত লাশ তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার তাহিরপুরে ছাত্রদল সভাপতিকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

জুড়ীতে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  6:31 PM

news image

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে পৃথক দু'টি মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সাগরনাল সিনিয়র আলিম মাদরাসার আয়োজনে কলাবাড়ী বাজারে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা রুস্তম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মোস্তাকিম আলী, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান প্রমুখ। মানববন্ধনে মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

বিকাল ৩ টায় জুড়ী শহরের নিউ মার্কেট এলাকায় মানববন্ধনের আয়োজন করে উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন, তৈবুন্নেসা খানম সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রভাষক আব্দুল হক, ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, আশরাফুজ্জামান রিশাদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার জড়ীতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ